সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০
অনলাইন ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলের আরোহী সিলেটের মাহী খান (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের গজারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহি সিলেট শহরের আম্বরখানা ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার এনায়েতুল্লা খানের ছেলে। তিনি সিলেট মদন মোহন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঘুরে মাহিসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে সিলেটে যাচ্ছিলেন। পথে গজারিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশা তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মাহির মরদেহ আনতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যান নিহতের স্বজনরা। মরদেহ নিয়ে তারা সিলেটের পথে রয়েছেন বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি