ছাতকে ৭০% ভুর্তোকিতে কম্বাইন হারভেষ্টার ধান কাটার মেশিন বিতরণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

ছাতকে ৭০% ভুর্তোকিতে কম্বাইন হারভেষ্টার ধান কাটার মেশিন বিতরণ
সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ)
ছাতকে কৃষি যন্ত্রপাতি উন্নয়ন সহায়তা পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে নির্ধারিত উন্নয়ন সহায়তার মাধ্যমে ছাতক কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৭০% ভুর্তোকিতে একটি কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে। এসিআই কোম্পানির ঘন্টায় ১ একর ভূমির ধান কাটার ক্ষমতাসম্পন্ন কম্বাইন হারভেষ্টার মেশিনটি ৩ লক্ষ ২৫ হাজার টাকায় ক্রয় করেন কালারুকা ইউনিয়নের গড়গাও গ্রামের হাজী চান মিয়ার পুত্র কৃষক ছালেক আহমদ। ৭০% ভুর্তোকিতে ক্রয়কৃত এ  কম্বাইন হারভেষ্টার মেশিনের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। মেশিন ক্রয়ে সরকারি ভুর্তোকি দেয়া হয়েছে ৮ লক্ষ ৪০ হাজার টাকা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে মেশিনটি ছালেক আহমদকে বুঝিয়ে দেয়া হয়। কৃষককে মেশিন বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ও উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। এসময় ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, এসিআই কোম্পানি সুনামগঞ্জ জেলার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ইঞ্জিনিয়ার সেলিম আহমদ ও উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।##

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ