পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক :;
দীর্ঘদিন বন্ধ থাকার পর জুলাইয়ে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে ফের মাঠে গড়াচ্ছে ক্রিকেট। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে ইংল্যান্ড।

আসন্ন পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ম্যাচ সিডিউল প্রকাশ করা হয়েছে। ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। ১৩ আর ২১ আগস্ট সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ। একই ভেন্যুতে ২৯ ও ৩১ আগস্ট আর ২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে চলতি মাসের ২৮ তারিখ ইংল্যান্ডের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করবেন আজহার আলী ও বাবর আজমরা। তবে ইংল্যান্ডে পৌঁছার পর ১৪ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ