সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: জীবনে বহুবার লটারি ধরে একবারও কোনো পুরস্কার ভাগ্যে জুটেনি, এমন মানুষের সংখ্যাই বেশি।
কিন্তু যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের রকউডের বাসিন্দা মার্ক ক্লার্কের সৌভাগ্যের পাল্লা অন্যান্যদের তুলনায় অনেক ভারী। একবার নয়, পরপর দুবার লটারি জিতলেন তিনি। আর যেনতেন লটারিও নয়। দুইবার লটারি জিতে তিনি এখন ৬৭ কোটি ৮৬ লাখ টাকার মালিক হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইনস্ট্যান্ট গেম লটারি জেতেন ৫০ বছর বয়সী মার্ক ক্লার্ক। দুইবার চার মিলিয়ন করে মোট ৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬৮ কোটি টাকা) জেতেন এই মার্কিন নাগরিক।
সিএনএনকে মার্ক ক্লার্ক জানান, ঘটনাটি ৩ বছর আগের। ওই সময় মিশিগানের হাডসনের একটি গ্যাস স্টেশনে জ্বালানি সরবরাহের কাজ করতেন তিনি। তখন ইনস্ট্যান্ট গেম লটারির একটি টিকিট কিনেছিলেন। লটারি পরিচালনা কর্তৃপক্ষ তাকে ক্লার্ক নামতে খুঁজতে বললে তিনি তাই করেন।
ক্লার্ক বলেন, আমি টিকিটের বার কোডটি একটি কয়েন দিয়ে ঘঁষা দিই এবং কয়েনটি ১০ বছর আগে বাবা আমাকে দিয়েছিলেন। ওই সময় শারীরিক জটিলতায় ভুগে মারা যাওয়া আমার বাবার জন্য কিছুই করতে পারিনি। আর এই কয়েনই আমাকে লটারি জিতিয়ে দিল।
ওই ঘটনার তিন বছর পর গতমাসেও একই ভাগ্য এসে ধরা দিল ক্লার্কের কপালে।
ক্লার্ক জানান, গত মাসে আবার একটি ইনস্ট্যান্ট গেম লটারির টিকিট কেনেন এবং এইবারও চার মিলিয়ন ডলার পেয়ে যান।
তিনি বলেন, আপনি হয়তো কখনোই ভাববেন না যে এক লাফে মিলিয়নিয়ার হয়ে গেছেন। আবার এটাই কল্পনা করতে পারবেন না যে, একই ঘটনার পূনরাবৃত্তি ঘটবে। আমার বেলায় ঠিক তাই ঘটেছে। দ্বিতীয়বার লটারি জিতে আমার অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি।
প্রথম লটারি জেতার পর থেকেই গ্যাস স্টেশনে জ্বালানি সরবরাহের কাজটি ছেড়ে দিয়েছেন ক্লার্ক।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি