ছাতকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ ও ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

ছাতকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ ও ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা পর্যায়ে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টের সদস্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ১৩জন ইমাম মুয়াজ্জিনের মধ্যে ৫হাজার টাকা করে ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। করোনা ভাইরাসের মহামারীর এ দুর্যোগের সময়ে সরকার ইমাম মুয়াজ্জিনদের দুঃখ দুর্শসার কথা ভেবে এ প্রনোদনা দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা অডিটোরিয়ামে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে চেক বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ছাতক শাখার ফিল্ড সুপারভাইজার সাইফুল ইসলাম। মডেল কেয়ার টেকার মাওলানা জসিম উদ্দিন, সাধারণ কেয়ার টেকার মাওলানা তোফায়েল আহমদ মিনার, সাধারণ কেয়ার টেকার ক্বারী আমির আলী প্রমুখ।