শুভ জন্মদিন মামুন ভাই ….

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

শুভ জন্মদিন মামুন ভাই ….

সাহাদাত পারভেজ :; অনেকেই ছবি তোলেন, অনেক ছবি হারিয়েও যায়। কিন্তু Nasir Ali Mamun যা তোলেন তা আর্কাইভ হয়ে যায়। বাংলাদেশের ইতিহাস হয়ে যায়। অন্তত এই কাজের জন্যই তিনি অনন্য। তিনি অনন্য ব্যক্তিত্বে, বিনয়ে, সরলতায়। মানুষকে মুগ্ধ করার অসাধারণ ক্ষমতা আছে তার। কথা বলে মানুষকে মুগ্ধ করতে পারাটাও একটা বড় গুণ। তার এসব গুণাবলীর কথা লিখলে লেখটা অনেক দীর্ঘ হয়ে যাবে।
তবে শুধুমাত্র মানুষের মুখ কিংবা অবয়বের ছবি তুলেই যে একটি বিশেষ ধারা তৈরি করা যায়, কিংবা সম্মানজনক একটি ক্ষেত্র তৈরি করা যায়; সেটা মামুন ভাই করে দেখিয়েছেন। বড় বড় মানুষের প্রতিকৃতি তুলে এখন তিনি নিজেই মহীরুহ। অনেকেই এখন তার দেখানো পথ ধরে হাঁটছেন।
কবি শামসুর রহমান তাকে আখ্যায়িত করেছেন ক্যামেরার কবি হিসেবে। বাংলাদের পোর্ট্রেট আলোকচিত্রকলার কিংবদন্তী তিনি। আজ এই কিংবদন্তীর জন্মদিন।
শুভ জন্মদিন মামুন ভাই।
#সাহাদাত_পারভেজ
১ জুলাই ২০২০