ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি: ডি সিলভার পর উপল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি: ডি সিলভার পর উপল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ

স্পোর্টস ডেস্ক :;

ভারতের কাছে ২০১১ সালের বিশ্বকাপ বিক্রি করে দিয়েছে শ্রীলংকা- এমন চাঞ্চল্যকর অভিযোগ করেন শ্রীলংকার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে।

তার এমন মন্তব্যের পর ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্তে শ্রীলংকা ক্রিকেট বোর্ড ও সে দেশের সরকার।

শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট ঐ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে শ্রীলংকার সাবেক অধিনায়ক ও সেই সময়ের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে শ্রীলংকার পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট।

পুলিশের জিজ্ঞাসাবাদে ঐ সময়ের ওপেনার উপুল থারাঙ্গার নাম বলেছেন ডি সিলভা। বুধবার তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

সংবাদ মাধ্যমকে শ্রীলংকার নবগঠিত ক্রীড়া সম্পর্কিত এন্টি করাপশন ইউনিটের সুপারিনটেন্ডেন্ট জগৎ ফনসেকা বলেছেন, আমরা ম্যাচ পাতানোর অভিযোগের তদন্ত শুরু করেছি। ডি সিলভার দেয়া জবানবন্দি থেকে আমরা থারাঙ্গার ব্যাপারে কিছু তথ্য পেয়েছি।

তিনি আরও বলেন, এ তদন্তের কাজে আমরা কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট সংগ্রহ করছি। পাশাপাশি কিছু আন্তর্জাতিক সূত্র ধরে কাজ করব। বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন উঠেছে, তাই এ বিষয়ে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ