বিয়ানীবাজার থেকে ১১১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

বিয়ানীবাজার থেকে ১১১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :: বিয়ানীবাজার থেকে ইয়াবাসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন সহ সদর কোম্পানির একটি আভিযানিক দল রায়খাইল থেকে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জকিগঞ্জ উপজেলার হায়েল ইসলামপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও কেচরী গ্রামের মৃত আতিকুল রহমানের ছেলে শাহাব উদ্দিন (৩৩)।

র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে।