সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
লাইফস্টাইল ডেস্ক ::
এবার করোনাভাইরাস মিলেছে পোষা কুকুরের শরীরেও। তাই কুকুর থেকেও দূরত্ব বজায় রাখা ও সাবধান থাকতে হবে।
জর্জিয়া স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, পোষা কুকুরের শরীর থেকে মালিকের শরীরে এ ভাইরাস ছড়িয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়– ‘রিভার্স জুনোসিস’।
ভাইরোলজিস্ট ডা. সিদ্ধার্থ জোয়ারদার জানিয়েছেন, মানুষের স্বাস্থ্য প্রাণিকুলের ওপরও নির্ভরশীল। তাই পোষা প্রাণীর ওপরও নজর রাখা প্রয়োজন।
তিনি বলেন, মানুষের কাছাকাছি থাকা প্রাণীর ওপর নজরদারি সবচেয়ে বেশি প্রয়োজন।
গবেষণায় দেখা গেছে, বিড়াল, কাঠবিড়ালী, বাঁদুড়, শিয়াল, শূকর, ভাম সার্স-কোভ-২ বহন করতে পারে। এদের পোষক বলা হয়।
ডা. জোয়ারদার জানিয়েছেন, শিয়াল ও কুকুর থেকে র্যা বিস রোগ হয়। ভেড়া থেকেও কঙ্গো ক্রিমিয়ান হেমারেজিক ফেভারে বহুলোক আক্রান্ত হয়েছিলেন। তাই পোষা প্রাণী রোগ ছড়ালে বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে।
এ ছাড়া অনেক ভাইরাসজনিত রোগও আছে। যেমন রানিখেত রোগ (মুরগি), ফুট অ্যান্ড মাউথ ডিজিস (গরু)।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি