সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
অনলাইন ডেস্ক :;
ভার্চুয়াল ডিভিশন হাইকোর্ট বেঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। উভয় বিভাগের ৯০ জন বিচারপতির অংশগ্রহণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত হয়।
বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সভা চলে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় করোনা পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়াল আদালত পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বাই রোটেশন সব বিচারপতিকে কোর্ট পরিচালনার দায়িত্ব দেয়া হবে বলেও সিদ্ধান্ত হয়। লজিস্টিক সাপোর্ট সাপেক্ষে হাইকোর্টে আরও বেঞ্চ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় ওই সভায়।
সুপ্রিম কোর্টের একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভার্চুয়াল আদালত ব্যবস্থাপনা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত সোমবার (৬ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদালতের কার্যক্রম ও ভার্চুয়াল আদালতের লজিস্টিক বিষয়সহ বিবিধ বেশকিছু বিষয়ে ওই সভা আহ্বান করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি