আয়োজন নিয়ে এখনও আশাবাদী অস্ট্রেলিয়া

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

আয়োজন নিয়ে এখনও আশাবাদী অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক: করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে সব ধরনের ক্রিকেট আসর। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও ঝুলছে সুতোতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সীমিত ওভারের এই বৈশ্বিক টুর্নামেন্টের ভাগ্য আপাতত মূলতবি রাখলেও শুক্রবার (১২ জুন) অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কোলব্যাক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা এখনও আশাবাদী।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সীমিত ওভারের এই ক্রিকেট লড়াই ১৮ অক্টোবর শুরু হয়ে চলতো ১৫ নভেম্বর পযর্ন্ত। কিন্তু করোনার কারণে এখন শঙ্কার মুখে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী কোলব্যাক এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) সঙ্গে আলাপচারিতায় জানান, ফেডারেল সরকার এখনও টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছে। দেশের করোনা ভাইরাস নিয়ে প্রতিক্রিয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশা জাগিয়ে তুলছে।

ক্রীড়া মন্ত্রী বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে ফেডারেল সরকার খুব ঘনিষ্ঠতার সঙ্গে স্থানীয় আয়োজন কমিটি এবং সকল রাজ্য সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ