শিরোপার দৌড়ে আবারও এগিয়ে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

শিরোপার দৌড়ে আবারও এগিয়ে রিয়াল মাদ্রিদ

খেলা ডেস্ক :: লা লিগা শিরোপার দৌড়ে রিয়ালের সঙ্গে পেরে উঠছে না বার্সেলোনা।

এসপানিওলকে হারিয়ে ব্যবধান কিছুটা কমিয়ে এনেছিল বার্সেলোনা। খানিকটা প্রশান্তি এনেছিল বার্সা সমর্থকদের মাঝে।

কিন্তু শুক্রবার রাতে আলাভেসকে হারিয়ে সেই ব্যবধান আবার বাড়াবে রিয়াল মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে জিনেদিনে জিদানের শিষ্যরা।

এতে বার্সা থেকে ফের ৪ পয়েন্ট এগিয়ে থেকে লিগে শীর্ষস্থান ধরেই রাখল রিয়াল।

শুক্রবার রাতে নিজেদের মাঠে প্রথমার্ধের ১১ মিনিটেই গোলের দেখা পায় স্বাগতিকেরা। রিয়ালের ফেরলদ মদিকে ডি বক্সের ভেতর ফাউল করেন আলাভেসের ডিফেন্ডার চিমো নাভারো। ভিএআরের সহায়তায় পেনাল্টি নিশ্চিত করেন রেফারি।

সফল স্পটকিক থেকে মৌসুমে নিজের ১৮তম গোল পূরণ করেন রিয়ালের ফরাসি তারকা করিম বেনজেমা।

প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও স্কোর বাড়াতে পারেনি বেনজামোরা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লক্ষ্যভেদ করেন রিয়ালের মার্কো অ্যাসেনসিও। এ গোলেও বেনজেমার কৃতীত্ব রয়েছে। তার এসিস্টে সহজ গোল পান অ্যাসেনসিও।

খেলায় বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল আলাভেস। তবে রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে ভেদ করে সেসব সুযোগ জালের দেখা পায়নি।

ফলাফল ২-০তে জয় নিয়ে মাঠে ছাড়ে জিদানের দল।

এ জয়ে ৩৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮০। সমান ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৭৬। তাই এই জয়ের মধ্যদিয়ে চলতি মৌসুমে লা লিগা শিরোপার খুব কাছেই পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।