সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
অনলাইন ডেস্ক :: সংগঠনের ‘গঠনতন্ত্র পরিপন্থি’ কাজ করায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দায়িত্বশীল ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদেরকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে মধ্যে কারণ দর্শানোর জন্য লিখিতভাবে জানান হয়েছে। যদি সঠিক সময়ে এই ৪ নেতা কারণ দর্শাতে ব্যর্থ হলে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার একটি সংবাদবিজ্ঞপ্তি প্রেরণ করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক।
সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘‘পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত ৫২টি উপকমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদনে উল্লেখ করেন, ‘কমিটির কার্যকরী সভাপতি রুনু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সহসাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও কার্যকরী সদস্য বেলাল আহমদ কমিটির কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে গ্রুপিং করে সংবিধানের ৩(খ), ঠ, ৬(৩) ধারা লঙ্ঘণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাই সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত ৫২টি উপকমিটির সভাপতি-সাধারণ সম্পাদক গত ১৩ জুলাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নিতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের নিকট লিখিত আবেদন করেন।’’
‘‘আবেদনের পরিপ্রেক্ষিতে সভাপতি ওই চার শ্রমিক নেতাকে মঙ্গলবার সাময়িক বহিষ্কার করে পরবর্তী ৭ দিনের মধ্যে তাদের কারণ দর্শাতে ডাকযোগে লিখিতপত্র প্রেরণ করেন। সঠিক সময়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও এ পত্রে উল্লেখ করা হয়।’’
সংবাদবিজ্ঞপ্তিতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের বক্তব্যও রয়েছে। তিনি বলেন, ‘৫২টি শাখা কমিটির শীর্ষনেতারা তাদের বিরুদ্ধে লিখিত আবেদন করলে তাদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শনোর পত্র প্রেরণ করা হয়েছে। শ্রমিকদের মধ্যে ভুল তথ্য উপস্থাপন করে তারা সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যার কারণে সিংহভাগ শ্রমিক তাদেরকে প্রত্যাখান করেছে। আগামী ২১ জুলাইেয়র মধ্যে তারা কারণ দর্শাতে ব্যর্থ তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
সংবাদবিজ্ঞপ্তি প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন সেলিম আহমদ ফলিক।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি