সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম বলেছেন, মাদকের ছোবলে পড়ে আজ যুব সমাজ ধ্বংসের ধারপ্রান্তে। মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ যুদ্ধ ঘোষণা করছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গোয়াইনঘাট থানা এলাকায় চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
তিনি ১৮ এপ্রিল (শনিবার) গোয়াইনঘাট থানার সালুটিকরস্থ নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ নন্দীরগাওঁ, তোয়াকুল, রুস্তুমপুর, লেঙ্গুড়া ও পশ্চিম জাফলং ইউনিয়নকে শতভাগ মাদক মুক্ত এলাকা করতে পরিকল্পনা গ্রহন করেন। ওসি তার বক্তব্যে বলেন, মাদক ব্যাবসায়ীর তথ্য মোবাইলের ম্যাসেন্জার,হোয়াটসঅ্যাপ দেয়া যেতে পারে এ ক্ষেত্রে তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,এসআই খালেদ আহমদ, এএসআই মহি উদ্দিন, ইউপি সদস্য মোঃ আজির উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, ইব্রাহীম আলী, মক্তার হোসেন, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাবেক সভাপতি মোঃ আপ্তাব মিয়া, ব্যবসায়ী আরিফ মাহমুদ শাহীন, মোস্তাক আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি