চীনের উরুমকি শহরে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

চীনের উরুমকি শহরে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা

অনলাইন ডেস্ক :;

করোনাভাইরাসের বিস্তার ঘটায় চীনের জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

দেশটির কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, সেখানে নতুন করে ১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এরপর সেখানকার মানুষজনের চলাচলে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

স্বায়ত্তশাসিত জিনজিয়াং এলাকার মোট বাসিন্দা প্রায় ৩৫ লাখ। বেশ কয়েক মাস পর বুধবার থেকে সেখানে সংক্রমণ শুরু হয়। এরপরেই ওই শহর থেকে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়।

শহরটির সাবওয়ে চলাচলও স্থগিত করা হয়েছে। যেসব বাড়িতে নতুন রোগী শনাক্ত হয়েছে, সেখানে ব্যাপকভাবে স্ক্রিনিং চলছে, পরে পুরো শহরজুড়ে তা চলবে।

এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিনই দুই লাখের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। এতে গেল ৫ দিনেই বিশ্ব তালিকায় নতুন রোগী যুক্ত হয়েছেন ১১ লাখ ৭০ হাজার।

বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার ৮০৯ জন। মারা গেছেন ৬ লাখ ৬ হাজার ৪৮১ জন।

অবস্থা আশঙ্কাজনক ৬০ হাজার ১১৫ জনের। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৪৪ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৭৩, মৃত্যু হয়েছে ৫ হাজার ১১ জনের।

এ সংক্রান্ত আরও সংবাদ