সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
অনলাইন ডেস্ক :;
করোনাভাইরাসের বিস্তার ঘটায় চীনের জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
দেশটির কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, সেখানে নতুন করে ১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এরপর সেখানকার মানুষজনের চলাচলে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
স্বায়ত্তশাসিত জিনজিয়াং এলাকার মোট বাসিন্দা প্রায় ৩৫ লাখ। বেশ কয়েক মাস পর বুধবার থেকে সেখানে সংক্রমণ শুরু হয়। এরপরেই ওই শহর থেকে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়।
শহরটির সাবওয়ে চলাচলও স্থগিত করা হয়েছে। যেসব বাড়িতে নতুন রোগী শনাক্ত হয়েছে, সেখানে ব্যাপকভাবে স্ক্রিনিং চলছে, পরে পুরো শহরজুড়ে তা চলবে।
এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিনই দুই লাখের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। এতে গেল ৫ দিনেই বিশ্ব তালিকায় নতুন রোগী যুক্ত হয়েছেন ১১ লাখ ৭০ হাজার।
বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার ৮০৯ জন। মারা গেছেন ৬ লাখ ৬ হাজার ৪৮১ জন।
অবস্থা আশঙ্কাজনক ৬০ হাজার ১১৫ জনের। সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৪৪ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৭৩, মৃত্যু হয়েছে ৫ হাজার ১১ জনের।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি