কুলাউড়ায় অস্ত্র সহ ২ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

কুলাউড়ায় অস্ত্র সহ ২ ডাকাত গ্রেফতার

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশে তৈরী ১টি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ সহ আন্তঃজেলা ডাকাত লের সক্রিয় সস্য ও একাধিক ডাকাতি মামলার আসামী মাহমুদ আলী ওরফে লিটন (৩৫) ও আব্দুস ছত্তার রাজু (৩০)কে গ্রেফতার করা হয়।
সোমবার (২০জুলাই) রাতে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার স্তগীর, কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, পুলিশ পরির্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহ অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
কুলাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী জানান, গ্রেফতারকৃত ডাকাত মাহমুদ আলী ওরফে লিটন বাড়ি কুলাউড়ার বিলের পাড় গ্রামে এবং আব্দুস ছত্তার রাজু’র বাড়ি কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে। এ বিষয়ে কুলাউড়া থানা মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ