সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
আগামী ১৬ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ এভিনিউয়ে (কনান্ট) প্রতিকৃতি উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক একে এম তরিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক বাহার খন্দকার সবুজ।
এক বিবৃতিতে মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগানে সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনে মিশিগান স্টেট যুবলীগের দীর্ঘদিনের প্রস্তুতি শেষে আগামী ১৬ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টায় ১২১০০ বাংলাদেশ এভিনিউ (কনান্ট) উদ্বোধন করা হবে। এতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তারা মিশিগান স্টেট যুবলীগের পক্ষ থেকে মিশিগানে বসবাসরত মুক্তিযোদ্ধের সপক্ষের সকলকে উপস্থিত হয়ে সর্বাত্মকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন অনুষ্ঠানকে সফল ও সার্থক করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি