দুবাই রুটে ফ্লাইট বাড়াল বিমান

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

দুবাই রুটে ফ্লাইট বাড়াল বিমান

অনলাইন ডেস্ক :

ঢাকা-দুবাই-ঢাকা রুটে আরও দুইটি ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিজ্ঞপ্তিতে বিমানের যাত্রীদেরকে বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য বিমানে ওয়েবসাইট www.biman-airlines.com এবং কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ রাখার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফের দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। সিডিউল অনুযায়ী গত ১৩ জুলাই থেকে দুবাই রুটে এবং ১৪ জুলাই থেকে আবুধাবি রুটে ফ্লাইট চলা শুরু হয়। এরপর থেকে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার- এই তিন দিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে বাণিজ্যিক সিডিউল ফ্লাইট পরিচালিত হচ্ছিল।