বিশ্বকাপের যোগ্যতা যাচাই হবে ওয়ানডে সুপার লিগে

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

বিশ্বকাপের যোগ্যতা যাচাই হবে ওয়ানডে সুপার লিগে

স্পোর্টস ডেস্ক :;
২০২৩ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ওয়ানডে সুপার লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুপার লিগের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

প্রতিযোগিতায় ১৩টি দল অংশ নেবে। ১২টি টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে অংশ নেবে ২০১৫-১৭ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল হল্যান্ড। প্রতিটি দল খেলবে ৮টি করে সিরিজ। চারটি হোম ও চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে থাকবে তিনটি করে ম্যাচ। লিগের সেরা সাত দল সরাসরি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপ খেলবে।

বিশ্বকাপের আগে সুপার লিগ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেছেন, ওয়ানডে ক্রিকেটকে প্রাসঙ্গিক করে তুলবে এই লিগ; যা চলবে তিন বছর ধরে। ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যা মাপকাঠি হবে। কোভিড-১৯ এর কারণে ২০২৩ সালের বিশ্বকাপ পিছিয়ে গেছে। ফলে আমরা বেশি সময় পাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- খেলার মাধ্যমেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন নির্ধারিত হবে।