জয়ের কারণে ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে: পলক

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

জয়ের কারণে ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে: পলক

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল প্রযুক্তি স্থাপন করার কারণে ডিজিটাল সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, জন্ম থেকে কৃষকলীগ মানুষের মুখে খাদ্য তুলে দিতে কৃষকের পাশে থেকেছে। কৃষকলীগের নেতাকর্মীরা ডিজিটাল সেবার সুযোগ নিয়ে প্রান্তিক পর্যায়ে সেবা গ্রহণ করতে পারছে। সবকিছুই সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল প্রযুক্তি স্থাপন করার কারণে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে সোমবার বিকালে কৃষক লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে সভায়টি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।

প্রধানন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সমীর চন্দ। কৃষকলীগের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি। কৃষক লীগের সকল নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জন করে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।

সজীব ওয়াজেদ জয়ের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, মো. আবুল হোসেন, বিশ্বনাথ সরকার বিটু, একেএম আজম খান নাজমুল ইসলাম মান্নু, সৈয়দ আমিরুজ্জামান শাকিব, আলহাজ্ব আব্দুস সালাম বাবু, আব্দুর রউফ খান, আব্দুল হালিম খান, সজিবুর রহমান মিয়াজী, আহসানুল হক পলাশ, হাসান মাহমুদ অপু ও মহসিন করিম।

এ সংক্রান্ত আরও সংবাদ