মাস্ক পরতে পথচারীদের শপথ করালেন ওসি

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

মাস্ক পরতে পথচারীদের শপথ করালেন ওসি

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মাস্ক না পরে বাড়ির বাইরে আসা লোকজনদের সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উৎসাহ দিতে শপথবাক্য পাঠ করিয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

বুধবার উপজেলার পৌর শহরে থানা প্রাঙ্গণে মাস্ক না পরে আসা লোকজনদের ওসি ইয়াছিনুল হক এ শপথবাক্য পাঠ করান।

বড়লেখা পৌরশহরে জনগণকে মাস্ক পরাতে বাধ্য করতে অভিযানে নামে বড়লেখা থানা পুলিশ। বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে উক্ত অভিযানে প্রায় ১৫০ জন ব্যক্তিকে মাস্ক না পরার কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধ করে দাঁড় করানো হয়। এরপর মাস্ক পরার গুরুত্ব বুঝিয়ে দেয়া হয় এবং মাস্ক পরানোর ব্যবস্থা করে হাত তুলে নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াদা করানো হয়।

এ সময় সবাইকে মাস্ক বিতরণও করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ