ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক :; ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রোববার (১৪ জুন) এক শোক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের রাজনীতিতে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর অবদান অসামান্য। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। ধর্ম প্রতিমন্ত্রী পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

শাহরিয়ার আলম এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ দিকে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আলহাজ মো. রওশন আলী মাস্টার। এ ছাড়া আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ