সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জুন ১২টি, ৭ জুন ১০টি এবং ৮ জুন ৬টি মোট ৩০টি নমুনা সংগ্রহ করে ঘটিত উপজেলা মেডিকেল টিম। এসব নমুনা সংগ্রহ করে সিলেটে প্রেরন করা হলে সিলেটের অন্য সব উপজেলার নমুনার সাথে জৈন্তাপুর উপজেলার গুলো ঢাকায় পাটিয়ে দেওয়া হয়, কিন্তু সিলেটের বেশ কয়েকটি উপজেলার ৭ জুনের রিপোর্ট চলে এসেছে আজ ১৬ জুনের ঢাকা থেকে ঘোষিত রিপোর্টে অতচ জৈন্তাপুর উপজেলার ৬ জুনের রিপোর্ট আজও আসেনি। এতে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন পূর্বে যাদের পজেটিভ রিপোর্ট এসেছিল, এসব রোগী দ্বিতীয় দফায় নমুনা দিয়েছিল সুস্থ্যতা নিশ্চিৎতের জন্য। এমনকি ৬জুন স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান হিসাব রক্ষক আকবর হোসেন ও ৮ জুন পরিসংখ্যান অফিসের মুক্তাদির হোসেন মুক্তা সহ বেশ কয়েক জন দ্বিতীয় দফায় নমুনা দিয়েছেন, নিজেকে সুস্থ্যতা মনে করলেও রিপোর্ট নাআসা পর্যন্ত কর্মস্থলে ফিরতে পারছেননা তারা। অতচ ১০ জুনের রিপোর্ট চলে এসেচে সিলেটের ল্যাব থেকে। ১৩ জুন ১০টি, ১৪ জুন ২২টি এবং ১৫ জুন ৭টি নমুনা সংগ্রহ করা হয়, এসব সিলেটের ল্যাবে রয়েছে পরীক্ষর জন্য বলে নিশ্চৎত করেন মেডিকেল টিম। তবে ঢাকায় প্রেরিত নমুনা নিয়ে সংসয়ে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এসব নমুনার কার্যকারীতা কতদিন তাকবে বা রিপোর্ট কবে আসবে এর সটিক উত্তর পাওয়া যায়নি উনার কাছ থেকে। এ ব্যাপারে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ঘটিত কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, যে ভাবে বিলম্বে রিপোর্ট আসচে তানিয়ে আমরা চিন্তিত, আজ জেলা সমন্বয় মিটিংয়ে এ বিষয়ে দাবি উত্তাপন করেছি, ঢাকা থেকে রিপোর্ট আসতে অনেক দেরি হয়েযায় এ নিয়ে আমরা সংকুচিত, আসাকরি সিলেটের নমুনা আর ঢাকায় পাটানো লাগবেনা এখন সিলেটেই পরীক্ষা হবে এবং দু’এক দিন পর রিপোর্ট চলে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি