লালদিঘীরপাড়ে দোকান দখল নিয়ে সংঘর্ষ, আহত ২

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

লালদিঘীরপাড়ে দোকান দখল নিয়ে সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় একটি দোকানের মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার বিকাল ৪টার দিকে লালদিঘীরপাড় প্রধান সড়কের ঢাকা স্টোর নামক দোকান দখল নিয়ে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা স্টোর নামের দোকানটি বর্তামানে আসল মালিকের দখলে আছে। কিন্তু নগরীর টিলাগড় এলাকার এক রাজনৈতিক নেতার অনুসারী অপর একটি পক্ষ দোকানটির মালিকানা দাবি করে সোমবার দুপুরে দোকানের দখল নিতে আসে। তখন স্থানীয় ব্যবসায়ীরা তাদের ফিরিয়ে দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ টিলাগড়ের ঐ পক্ষ আবারো বেশকিছু লোকজন নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দোকানের দুইজন আহত হন। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

সংঘর্ষ ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা। তিনি বলেন, আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ