সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকায় একটি দোকানের মালিকানা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার বিকাল ৪টার দিকে লালদিঘীরপাড় প্রধান সড়কের ঢাকা স্টোর নামক দোকান দখল নিয়ে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা স্টোর নামের দোকানটি বর্তামানে আসল মালিকের দখলে আছে। কিন্তু নগরীর টিলাগড় এলাকার এক রাজনৈতিক নেতার অনুসারী অপর একটি পক্ষ দোকানটির মালিকানা দাবি করে সোমবার দুপুরে দোকানের দখল নিতে আসে। তখন স্থানীয় ব্যবসায়ীরা তাদের ফিরিয়ে দেন। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ টিলাগড়ের ঐ পক্ষ আবারো বেশকিছু লোকজন নিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দোকানের দুইজন আহত হন। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সংঘর্ষ ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা। তিনি বলেন, আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি