সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
খেলা ডেস্ক :: ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা বলেছেন, আপনি দর্শকদের প্রতিক্রিয়া না দেখা পর্যন্ত বুঝতেই পারবেন না যে ভারতের হয়ে খেলতে নেমেছেন।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতীয় সমর্থকরা ক্রিকেটারদের সঙ্গে জয়োৎসব করতে সেদিন টিম হোটেলে হাজির হয়।
১৩ বছর আগের সেই স্মৃতিচারণ করে বৃহস্পতিবার ভারতীয় একটি টিভি চ্যানেলকে রোহিত বলেছেন, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরের ঘটনাগুলো এখনও ভুলতে পারিনি। আমাদের সমর্থকরা সব হোটেলে চলে এসেছিল। সবাই উৎসবে মেতে উঠেছিল, নাচ করছিল। বিশ্বাস করতে পারছিলাম না, সেদিন যে কী ঘটছিল। এর আগে আমি কখনও এরকম দেখিনি।
ভারতীয় ক্রিকেট দলের এ সহ-অধিনায়ক আরও বলেছেন, মাঠে তো আমরা সমর্থকদের দেখে অভ্যস্ত। কিন্তু সে দিন হোটেলে ওইভাবে সমর্থকদের মেতে উঠতে দেখে আমি বুঝেছিলাম, একটা দলকে এগিয়ে নিয়ে যেতে ওদের ভালোবাসা আর আবেগ কতটা কাজ করে।
ভারতের হয়ে ২২৪টি ওয়ানডে ম্যাচে ২৯টি সেঞ্চরির সাহায্যে ৯ হাজার ১১৫ রান সংগ্রহ করেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে সবেচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ওপেনার। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রানের ব্যক্তিগত ইনিংসের মালিকও রোহিত শর্মা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি