করোনায় মৃত্যু বরণ করেন তাদের দাফন ও সৎকারের দায়িত্ব পালনকারী তাকরীম ফাউন্ডেশন সহকারী টিম সমন্বয়কারী করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

করোনায় মৃত্যু বরণ করেন তাদের দাফন ও সৎকারের দায়িত্ব পালনকারী তাকরীম ফাউন্ডেশন সহকারী টিম সমন্বয়কারী করোনা ভাইরাসে আক্রান্ত

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ রোগে মৃত ব্যক্তির াফন ও সৎকারের কাজে নিয়োজিত সেচ্ছাসেবক টিম তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সহকারী টিম সমন্বয়কারী প্রভাষ ভট্টাচার্য্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রভাষ মৌলভীবাজার সর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ের গন্ধর্ব পুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। প্রভাষ ভট্টাচার্য্য গত (৮জুন) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। গত (২১জুন) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে এরপর থেকে তিনি হোম কোয়ারান্টাইনানে আছেন।

এ ব্যাপারে তাকরীম ফাউন্ডেশন এর জেলা টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, সহকারী টিম জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ বলেন, আমরা সব সময় প্রভাষের খোঁজ খবর রাখছি, আর প্রত্যেক সদস্যরা ও নিয়মিত খোঁজ খবর রাখছেন। তারা মৌলভীবাজার বাসীর কাছে পরোপকারী ও নিবেদিত প্রাণ প্রভাষ ভট্টাচার্য্যের জন্য দোয়া ও আশির্বাদ কামনা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728293031  
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ