মৌলভীবাজারের কমলগঞ্জে ডাক্তারদের পিপিই দিলেন যুবদল নেতা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ডাক্তারদের পিপিই দিলেন যুবদল নেতা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ভানুগাছ বাজারের ব্যবসায়ী গোলাম রব্বানী তৈমুর।

বাংলাদেশ জাতীয়তাবাদী ল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ব্যক্তিগতভাবে বুধবার (২৪ জুন)ুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ পিপিই দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়ার হাতে ১৯ জন ডাক্তার ও নার্সদের জন্য ১৯টি পিপিই তুলে দেন।

গোলাম রব্বানী তৈমুর বলেন, করোনা ভাইরাসের এই সংক্রমণকালে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে পেশাদারিত্বের সাথে সেবা দিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস সংক্রমণরোধে পেশাগত ায়িত্ব পালনের সুবিধার্থে ডাক্তাররে মাঝে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ডাক্তারদের পিপিই প্রদান করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া যুবদল নেতা গোলাম রব্বানী তৈমুরকে ধন্যবাদ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজিদুর রহমান সাজু, আহমেদুজ্জামান আলম, ফারহান চৌধুরী, মো. কামরুজ্জামান, সাদিকুর রহমান সামু, মবু আহমেদ চৌধুরী, মো. আব্দুল মালিক প্রমুখ। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ