সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :
সীমান্তে দুই দেশের উত্তেজনার মধ্যেই রাশিয়ার ৭৫তম বিজয় দিবসের প্যারেডে অংশ নিয়েছে ভারত ও চীনা সেনাবাহিনী।
প্যারেড অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চীনা প্রতিরক্ষা মন্ত্রী জেরারেল ইউ ফেঙ্গেও উপস্থিত ছিলেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্যারেড দেখতে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী থাকলেও তাদের মধ্যে কোনো কথা হয়নি।
টুইটারে এদিন রাজনাথ সিং জানিয়েছেন, ‘রাশিয়ার বিজয় দিবসের প্যারেডে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা অংশ নেয়ায় আমি গর্বিত।’
গত ১৫ জুন রাতে গালওয়ানে ভারত-চীন নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের সংঘর্ষে মৃত্যু হয় ২০ ভারতীয় সেনার। এরপরই সীমান্তে উত্তেজনা কয়েকগুণ বেড়ে যায়।
মঙ্গলবারের উভয় দেশের সেনা পর্যায়ের বৈঠকে নিয়ন্ত্রণরেখা থেকে দু’দেশই সেনা সংখ্যা কমাবে বলে সিদ্ধান্ত হয়।
এদিকে লাদাখ ইস্যু নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, ‘ভারত-চীন নিজেরাই নিজেদের সমস্যা মেটাতে পারবে। অন্য কারো সাহায্যের প্রয়োজন হবে না’।
চীন সমস্যায় গত দুই সপ্তাহ ধরেই রাশিয়াকে সঙ্গে নিয়ে চলছে ভারত। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গত তিন সপ্তাহে বিভিন্ন স্তরে রাশিয়ার নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মস্কোয় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি