এবার ইংল্যান্ড-পাকিস্তান

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

এবার ইংল্যান্ড-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক :

করোনাকালে ক্রিকেটের তীর্থভূমি এখন ইংল্যান্ড। গত মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে প্রায় চার মাস পর মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। বিশ্বের বাকি সব দেশে ক্রিকেট যখন নির্বাসনে, ইংলিশদের তখন দম ফেলার ফুরসত নেই।

টেস্টের পর ওয়ানডেও মাঠে ফিরেছে তাদের হাত ধরে। সাউদাম্পটনে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলে আজই আবার মাঠে নামছে ইংল্যান্ড! পাকিস্তানের বিপক্ষে তাদের তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আজ শুরু হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে। টানা খেলার ক্লান্তি নিয়ে অবশ্য ভয় নেই স্বাগতিকদের। দুই সংস্করণের জন্য একদম ভিন্ন দুটি দল বেছে নিয়েছে ইংল্যান্ড। রুটদের ভয় সিরিজের শুরুটা নিয়ে।

শেষ ১০টি সিরিজের আটটিতেই প্রথম টেস্টে হেরেছে ইংল্যান্ড। উইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজেও তাদের শুরুটা হয়েছিল হার দিয়ে। পাকিস্তানের বিপক্ষে সেই ধারায় ছেদ টানতে মরিয়া ইংল্যান্ড। কারণ এবার শুরুটা ভালো না হলে সিরিজ জেতা খুবই কঠিন হবে। ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি পাকিস্তান। শেষ দুটি সিরিজ ড্র হয়েছে।

খেলার মধ্যে থাকায় এবার অবশ্য পরিষ্কার এগিয়ে ইংল্যান্ড। উইন্ডিজ সিরিজের দলে কোনো পরিবর্তন আনেনি তারা। ব্রড, অ্যান্ডারসন, স্টোকস, আর্চাররা দারুণ ছন্দে আছেন। আব্বাস, নাসিম ও শাহিন আফ্রিদিকে নিয়ে সাজানো পাকিস্তানের পেস আক্রমণও অবশ্য কম ভয়ংকর নয়।

কোচ মিসবাহ-উল-হক ইঙ্গিত দিয়েছেন দুই স্পিনার খেলানোর। করোনা পরিস্থিতির মধ্যেও প্রস্তুতি যা হয়েছে, তাতে সন্তুষ্ট মিসবাহ, ‘দলের প্রস্তুতিতে আমি খুশি। তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকার পর একদম শূন্য থেকে শুরু করতে হচ্ছে আমাদের। এই মুহূর্তে দলের অবস্থা ভালো। সিরিজে ভালো করার ব্যাপারে আমি আশাবাদী।’

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ