এন্ডু কিশোরের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

এন্ডু কিশোরের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক :;

জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এন্ড্রু কিশোর বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তিতুল্য জনপ্রিয় কন্ঠ শিল্পী।তিনি আরো বলেন, এন্ড্রু কিশোর আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে অসামান্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চায় তার অসামান্য অবদানের কারনে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, অনুরাগী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।