দোয়ারাবাজার উপজেলার বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে অব্যাহতি

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

দোয়ারাবাজার উপজেলার বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে অব্যাহতি

এনামুল কবির মুন্নাঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি বুলবুল মিয়া চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি চেয়েছেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের সভাপতি লিটন খান এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিদ্যালয় পরিচালনা পরিপন্থি বিভিন্ন অপরাধে লিপ্ত আছে বুলবুল মিয়া।কিন্তু আমরা তাকে অব্যাহতি দেই নি। সে নিজের ইচ্ছায় গত ২৩ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। লিটন খান আরো বলেন আমরা তার অব্যাহতির কাগজ পত্র গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর পাঠিয়ে দিয়েছি।