সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরের জেলরোডস্থ আবু তোরাব জামে মসজিদের কমিটি নিয়ে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছয়জন সামান্য আহত হন।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ থেকেই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে মামলা এখনও রুজু হয়নি।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই আকবর হোসেন ভুঁইয়া আজ বুধবার (৮ জুলাই) বলেন, ‘আবু তোরাব জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের মধ্যে গতকাল ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেযে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
তিনি জানান, এ ঘটনায় আজ উভপক্ষ থেকেই থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে মামলা এখনও রুজু হয়নি। রাতে মামলার বিস্তারিত বলা যাবে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
জানা গেছে, নগরের আবু তোরাব জামে মসজিদের কমিটি নিয়ে দুটি পক্ষ দুই-তিন সপ্তাহ ধরে বিবাদে লিপ্ত। এ নিয়েই গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রায় সংঘর্ষের পর্যায়ে চলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতরা হলেন- মারুফ, মাছুম, মিলাদ, ফারুক, ইমরান ও আসাদ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি