শামসুদ্দিনে কানাইঘাটের একজনের মৃত্যু

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

শামসুদ্দিনে কানাইঘাটের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাইঘাটের একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, মৃতের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। তিনি গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’