জকিগঞ্জে নগদ টাকা সহ ৪জুয়ারী আটক

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

জকিগঞ্জে নগদ টাকা সহ ৪জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক :: জকিগঞ্জে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় ৪জুয়ারীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার উত্তর বালিঙ্গা গ্রামের নিজার আলীর ছেলে বিলাল আহমদ (৩০), চারিগ্রাম এলাকার মৃত আব্দুল করিমের ছেলে তারেক আহমদ (২২), মইরতল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে আব্দুস সালাম (৩২) ও গুচ্ছগ্রামের মৃত জমির আলীর ছেলে নিজাম উদ্দিন (৫০)।

রোববার রাত ৮টায় এসআই মোহন রায়, এএসআই তাজুল ইসলাম ও এএসআই রায়হান আহমদ সহ একদল পুলিশ উপজেলার কাজলসার ইউপির আটগ্রাম বাসস্ট্যান্ড বাজারের তারেক আহমদ এর ওয়ার্কসপে অভিযান পরিচালনা করে তাদের আটত করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৪৯০ টাকা উদ্ধার করা হয়।

পরে পুলিশ বাদী হয়ে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩ধারায় মামলা (নং-১৯/১২.০৭.২০২০) দায়ের করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।