সিলেটে শিশু অপহরণ চক্রের তিন সদস্য কারাগারে

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

সিলেটে শিশু অপহরণ চক্রের তিন সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক: সিলেটে শিশু অপহরণ চক্রের তিন সদস্যকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। এরআগে গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে শিশু অপহরণ চক্রের তিন সদস্য সিলেটে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শাহপরাণ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, কোতোয়ালি থানাধীন লালদিঘীর পাড় এলাকার অবনিক ঋষির ছেলে ঋষি (২০), একই থানাধীন জল্লারপাড় এলাকার আনিসুর রহমানের ছেলে আবুল আমিদ (১৯) ও দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকার কাবুল মিয়ার ছেলে সাব্বির ইসলামকে (২০) গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) ওবাইন। তিনি জানান, অপহরণ চক্রের তিন সদস্যর বিরুদ্ধে কোতোয়ালী থানায় গত মঙ্গলবার (১৪ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা হয়।