সুনামগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সুনামগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক শ্রমিক নিখোঁজ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামে ইট বোঝাই নৌকার মালামাল আনলোড করে বাড়ি ফেরার পথে গ্রামের খালের মধ্যে বিদ্যুৎ এর তারে জড়িয়ে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। তার নাম মোঃ আলী হোসেন(১৭)।
সে পার্শ্ববর্তী দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের মোঃ গৌছ মিয়ার ছেলে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে খালের মধ্যে তল্লাশী পরিচালনা করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এই ইট বোঝাই নৌকাটি দিরাই থেকে ইট বোঝাই করে জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রামে এসে আনলোড করে। এই বলগেট নৌকাটিতে ৫ জন শ্রমিক ছিলেন।
তারা ঐ খাল দিয়ে বাড়িতে যাওয়ার পথে বিদ্যুৎ লাইনের তার নৌকার সঙ্গে জড়িয়ে পড়লে এই ৫জন শ্রমিক পানিতে ঝাপ দিয়ে পড়ে ৪জন সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও ঐ নিখোঁজ শ্রমিকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানির গভীরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থঞানার ওসি মোঃ ইখয়িার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ