আইপিএল হবে আরব আমিরাতে

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

আইপিএল হবে আরব আমিরাতে

খেলা ডেস্ক ::

করোনার কারণে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হবে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে এমনটি জানান আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে।

প্যাটেল জানান, আইপিএল আরব আমিরাতে আয়োজনের অনুমতি চেয়ে তারা এর মধ্যেই ভারত সরকারের কাছে আবেদন করেছেন। তিনি আশা করছেন, অনুমতি পেয়ে যাবেন।

আরব আমিরাতের তিন মূল ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাতে হবে খেলা। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না, তা সেই দেশের সরকারের ওপর নির্ভর করছে বলে জানান আইপিএল প্রধান।

সোমবার আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত হয়। বিশ্বকাপ স্থগিত হওয়ার পরদিনই জানা গেল আইপিএল হবে আরব আমিরাতে।