দক্ষিণ সুরমায় ঔষধ ও খাদ্যে ভেজাল, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

দক্ষিণ সুরমায় ঔষধ ও খাদ্যে ভেজাল, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :;
সিলেটের দক্ষিণ সুরমায় ঔষধ ও ভোগ্যপণ্যে ভেজাল মেশানোর অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।

বুধবার (২২ জুলাই) রাত ১১ টা থেকে র‍্যাব-৯ সিনিয়র এএসপি নাহিদ হাসান, এএসপি ওবাইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো .আমিরুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম অভিযান চালিয়ে এ জরিমানা করে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাল মিয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা, জালালপুর বাজারস্থ স্বাদ-কে ৫ হাজার টাকা ও জুয়েল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

এ সংক্রান্ত আরও সংবাদ