সাবেক শিক্ষামন্ত্রীর তাগিদে শুরু হলো সিলেট-বিয়ানীবাজার রাস্তার সংস্কার কাজ

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

সাবেক শিক্ষামন্ত্রীর তাগিদে শুরু হলো সিলেট-বিয়ানীবাজার রাস্তার সংস্কার কাজ

নিজস্ব প্রতিবেদক ::
সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-বিয়ানীবাজার রাস্তা ছোট বড় গর্ত ও সংস্কার কাজের অভাবে সড়কে চলাচল করা লোকজন প্রচন্ড ভোগান্তির শিকার হতে হয়। বৃষ্টি হলে ভারী যানবাহন গর্তে বা রাস্তায় চাকা ধেবে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সম্প্রতি এধরনের একাধিক ঘটনা মানুষকে অতিষ্ট করে তুলে। বিশেষ করে হেতিমগঞ্জ থেকে বাইপাস পর্যন্ত রাস্তায় প্রায়ই গাড়ী আটকে যানজটের সৃষ্টি হয়।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির এবিষয়ে দৃষ্টিগোচর হলে তিনি (নুরুল ইসলাম নাহিদ এমপি) সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সুপারেন্টেন ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে টেলিফোনে কথা বলে সিলেট -গোলাপগঞ্জ-চাড়খাই ও বিয়ানীবাজার রাস্থার এমন বেহাল অবস্থায় অসন্তোষ প্রকাশ করেন।

সাবেক মন্ত্রীর অসন্তোষ প্রকাশের জন্য সাময়িক মেরামত কাজ আজ (২৩জুলাই) থেকে শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। স্থায়ী মেরামত কাজ ঈদের পর সম্পন্ন করা হবে বলে সাবেক শিক্ষামন্ত্রীকে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় বলে জানা যায়।