কোরআন ও হাদিসে সকল সংকট উত্তরনের পথ নিহিত আছে : মাহবুব চৌধুরী

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

কোরআন ও হাদিসে সকল সংকট উত্তরনের পথ নিহিত আছে : মাহবুব চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন,কোরআন ও হাদিসে সকল সংকট উত্তরনের পথ নিহিত আছে। মহামারী ও অবক্ষয়ের এই সময়ে দ্বীনি শিক্ষার আরো বিস্তার প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ইসলাম ও আলেম উলামদের জন্য অনেক কিছু করেছে। আর এখন দেশের ৯০ ভাগ মুসলমান আওয়ামীলীগকে প্রতিপক্ষ ভাবে। এজন্য তারা মিডনাইটে ভোট করে। তকমার ভয়ে মানুষ আজ ধর্ম পালনে নিরোৎসাহিত। বিএনপি সরকার গঠন করলে মাদ্রাসা শিক্ষার বিস্তারে সময়োপযোগী পদক্ষেপ নেয়া হবে।
তিনি আজ হযরত শাহজালাল রহঃ দরগাহ মাদ্রাসার সাবেক মুহতমিম মরহুম জামিয়া শায়খ মুফতী আবুল কালাম জাকারিয়ার রহ মাদ্রাসা ও ইসলামী আইন গবেষনা কেন্দ্র সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডের ইলাশকান্দিতে স্থানান্তরের প্রেক্ষাপটে মাদ্রাসা কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান,বিশিষ্ট আলেম মাওলানা মজ্জাম্মিল হক, সিলেট মহানগর বিএনপির সদস্য আনহার আহমদ, স্হানীয় ব্যবসায়ী ও সংগটক এনাম আহমদ,মাওলানা মাহমুদুল হাসান, মুফতী খলিলুর রহমান,সোহান রহমান প্রমূখ।