জৈন্তাপুরে শওকত আলীর স্বরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

জৈন্তাপুরে শওকত আলীর স্বরণে দোয়া মাহফিল

জৈন্তাপুর প্রতিনিধি::
জৈন্তপুরের চারিকাটা ইউপির আঞ্জাগ্রাম উন্নয়ন যুব সংঘের সভাপতি শওকত আলীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় পরিষদ কার্যালয়ে সংগঠনর সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ রাহেল আহমদ এর সভাপতিত্ব শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জুনায়দ আহমদ, মাওলানা এখলাছুর রহমান, হাফিজ শামীম আহমদ, ইউপি সদস্য মাঃ হাজির আলী, ইউপি সদস্য মাঃ জালাল উদ্দিন, সুলতান আহমদ, আজির উদ্দিন, মুশাহিদ আলী, কুদরত উল্লাহ, সিদ্দক আলী, ফরিদ আহমদ, এবাদুর রহমান, কাওছার আহমদ, আব্দুর রশিদ, ফয়জ আহমদ বকুল সহ আঞ্জাগ্রাম যুব সংঘ ক্লাবর সকল সদস্য বদ, অত্র এলাকার বিশিষ্ট মুরবীগণ উপস্থিত ছিলেন।

শােক সভায় বক্তরা বলেন, আঞ্জাগ্রাম উন্নয়ন যুব সংঘ ক্লাবর সভাপতি মরহুম মো. শওকত আলীর মৃত্যুতে এলাকাবাসী হারালো একজন গুনি ব্যক্তিকে। তিনি অত্র অঞ্চলর একজন শালিস ব্যক্তিত্ব ছিলেন। একটি গাষ্টি তুচ্ছ ঘটনাকে কেদ্র করে একটি মামলায় জড়িয়ে পুলিশের হাতে গ্রেফতার হন। পরে হাজতেেই তাঁর মৃত্যু হয়। শোক সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দােয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম রনির হুজুর।