সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০
সৈয়দ হেলাল আহমদ বাদশা :;
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে মোবাইলকোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিবের নেতৃত্বে এ মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।
মোবাইলকোর্ট পরিচালনাকালে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা ও পাথর জব্দ করে তা ৯ লক্ষ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ একেএম নুর হোসেন নির্ঝর, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নওশের আলী, গোয়াইনঘাট থানার এএসআই রুহুল আমিন, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের এএসআই আবু সালেহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনও মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের জিরো পয়েন্টের সৌন্দর্য নষ্ট করে অবৈধভাবে একটি চক্র পাথর উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পাথর জব্দ করে নিলামে বিক্রি করা হয়। একই সাথে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটক ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বাকি অপরাধীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ইউএনও।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি