ছাতকে ইঞ্জিন চালিত নৌকার চাঁপায় কৃষকের মৃত্যু: দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

ছাতকে ইঞ্জিন চালিত নৌকার চাঁপায় কৃষকের মৃত্যু: দাফন সম্পন্ন

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে সাঁতার কেটে বাড়ি ফেরা হলনা কৃষক মনির উদ্দিনের (৭৩)। ইঞ্জিন চালিত নৌকার নীচে পড়ে পানিতে তলিয়ে গেলে দু’ঘন্টা পর মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলা দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধলানী গ্রাম সংলগ্ন চিকা ডুবি খালে। নিহত মনির হাতধলানী গ্রামের মৃত মছকন্দর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মনির শনিবার দুপুরে সাঁতার কেটে চিকা ডুবি খাল পাড়ি দিয়ে কৃষি ক্ষেতে যান। দিনের কৃষিকাজ শেষ করে সন্ধ্যায় সাঁতার কেটে বাড়ি ফেরার সময় একটি ইঞ্জিন চালিত নৌকা তাকে চাঁপা দেয়। এতে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এদিকে চিকা ডুবি খালে দূর্ঘটনার দৃশ্যটি দেখে পরিবারের লোকজনকে অবহিত করে জনৈক এক কিশোরি। পরে খালে জাল ফেলে খোঁজাখুজির দু’ঘন্টার পর রাত ৮টার দিকে লাশ জালে ভেসে উঠে। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন ছাতক থানাধীন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সোহেল রানা, এএসআই রেজাউল করিম রেজার নেতৃত্বে একদল পুলিশ। ময়না তদন্ত শেষে রোববার বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করার পর লাশ দাফন করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী টেটিয়ারচর গ্রামের আফতাব মিয়ার মালিকানাধিন ইঞ্জিন চালিত স্টিল নৌকাটির অদক্ষ মাঝি কাইল্যাচর গ্রামের রহিম মিয়া কর্তৃক কৃষক মনির মিয়াকে চাঁপা দিয়ে হত্যা করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। ##