কোম্পানীগঞ্জ প্রেসক্লাব থেকে আবুল হোসেনকে অব্যাহতি

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

কোম্পানীগঞ্জ প্রেসক্লাব থেকে আবুল হোসেনকে অব্যাহতি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সংগঠন পরিপন্থি কাজে লিপ্ত হওয়ার অভিযাগে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি মোঃ আবুল হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাব্বির আহমেদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সংখ্যাগরিষ্ট সদস্যের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক শাব্বির আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, পাঠাগার সম্পাদক হাফিজুল হক, অফিস সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক আনোয়ার সুমন, একাত্তরের কথা পত্রিকার প্রতিনিধি আলী হোসেন, শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা প্রমুখ।