খাদিমনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট উদ্ধার, ২ চোরাকারবারী গ্রেফতার

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

খাদিমনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট উদ্ধার, ২ চোরাকারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: সিলেট শহরতলীর খাদিমনগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ বিস্কুট উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় ২ চোরাকারবারীকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় র‌্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনি.এএসপি নাহিদ হাসান এবং মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ থানার খাদিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২ লাখ টাকা
সমমূল্যের ৩৮০০ পিস ভারতীয় বিস্কুট উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃত চোরাকারবারীরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার বেরকুটা গ্রামের মৃত আবুল বাশারের পুত্র মো. ইয়াছিন ও সিলেটের শাহপরাণ এলাকার মেজরটিলা গ্রামের মকবুলের পুত্র মো. সোহেল। জব্দকৃত আলামতসহ আসামীদেরকে র‌্যাব এসএমপির শাহপরাণ থানায়
হস্তান্তর করেছে।