সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী এলাকায় মাইক্রোবাসের চাপায় ৫ সন্তানের জননী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোছা. জহিরা বেগম (৪৫)জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পশ্চিম গর্দ্দনা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী এলাকায় একটি মাইক্রোবাস জহিরা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন৷ এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে রাত ৮টায় পুলিশের অবরোধ তুলে নেয় তারা।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রাস্তার অবরোধ তুলে দেই৷ মহিলার লাশটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি