কয়ছরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

কয়ছরের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটে মানববন্ধন

অনলাইন ডেস্ক:: সিলেটের কানাইঘাটের কয়ছর আহমদকে কুপিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে কয়ছর আহমদের পরিবার ও কানাইঘাটবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আহত কয়ছর আহমদের বড় ভাই মারুফ আহমদ, আহতের চাচা মাওলানা ফকরুল ইসলাম, সালমান আহমদ, সিরাজ মিয়া ও মুক্তিযোদ্ধা মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ মে একদল সন্ত্রাসী কানাইঘাটে কয়ছর আহমদকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তাদের হামলায় কয়ছর আহমদের একটি পা বিচ্ছিন্ন হওয়া সহ শারীরিকভাবে মারাত্মক জখম হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ব্যাপারে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করলেও আসামিরা থাকে ধরাছোঁয়ার বাইরে। তারা বিভিন্ন সময় কয়ছর আহমদের পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিতে থাকে।

মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ