গোয়াইনঘাটে বন্যার্থদের জন্য মন্ত্রী ইমরান আহমদের ৩৫ টন চাল বরাদ্দ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

গোয়াইনঘাটে বন্যার্থদের জন্য মন্ত্রী ইমরান আহমদের ৩৫ টন চাল বরাদ্দ

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সুপারিশ ক্রমে ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয় ৩৫ টন জিআর চাল বরাদ্দ করেছে।

আজ ২৮ জুলাই (রবিবার) উপজেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইউনিয়ন গুলোতে উক্ত চাল বিতরণ করা হবে। গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, বরাদ্দকৃত ৩৫ টন জিআর চাল তাদের হাতে পৌঁছেছে। আজই তা বিতরণ করা হবে।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও স্থানীয় ভারি বর্ষণে গোয়াইনঘাট উপজেলা প্লাবিত হয়েছে। সড়ক পথে উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাখো মানুষ পানির বন্দী হয়ে পড়েছেন।

ফলে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি দ্রুত ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ে জোর সুপারিশ করে গোয়াইনঘাটের পানি বন্দী মানুষের জন্য ৩৫ টন জিআর চাল বরাদ্দ করেছেন। আজ উক্ত চাল পানি বন্দী মানুষের মাঝে বিতরণ করা হবে।