শামসুদ্দিনে ‘করোনার উপসর্গ’ নিয়ে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

শামসুদ্দিনে ‘করোনার উপসর্গ’ নিয়ে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :; করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে একজন সুনামগঞ্জ সদরের বাসিন্দা। আর অন্য দুজন ওসমানীনগর ও গোয়াইনঘাটের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়।

তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরের ৪০ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন। তিনি আজই ভর্তি হয়েছিলেন। এবং তাকে আইসিউতে রাখা হয়েছিল। এছাড়া সকালে সুনামগঞ্জ সদরের একজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃতের বয়স ৫২ বছর। তিনি গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে বিকেল ৩ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়। মৃতের বয়স ৬৬ বছর। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা যাওয়া সবার নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ