সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :; করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে একজন সুনামগঞ্জ সদরের বাসিন্দা। আর অন্য দুজন ওসমানীনগর ও গোয়াইনঘাটের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়।
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরের ৪০ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন। তিনি আজই ভর্তি হয়েছিলেন। এবং তাকে আইসিউতে রাখা হয়েছিল। এছাড়া সকালে সুনামগঞ্জ সদরের একজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃতের বয়স ৫২ বছর। তিনি গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে বিকেল ৩ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়। মৃতের বয়স ৬৬ বছর। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা যাওয়া সবার নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।’
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি