‘ময়ূরের’ ধাক্কায় যেভাবে মুহূর্তেই তলিয়ে গেল ‘মর্নিং বার্ড’ লঞ্চ (ভিডিও)

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

‘ময়ূরের’ ধাক্কায় যেভাবে মুহূর্তেই তলিয়ে গেল ‘মর্নিং বার্ড’ লঞ্চ (ভিডিও)

সিল-নিউজ-বিডি ডেস্ক :: রাজধানীর বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আটজন নারী, তিনজন শিশু এবং ১৯ জন পুরুষ রয়েছেন।

মৃতদের মধ্যে ২ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত প্রত্যেকের পরিবারে দেড় লাখ টাকা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার সকালে সদরঘাটের শ্যামবাজার প‌য়ে‌ন্টে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ।

এদিকে সদরঘাটের পল্টুনগুলোতে বিআইডব্লিটিউএ নৌপুলিশের সিসি ক্যামেরায় দুঘর্টনার দৃশ্যটি রেকর্ড হয়েছে। যা এখন গণমাধ্যমের হাত হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সিসিটিভি ফুটেজে দেখা গেল কীভাবে ‘ময়ূরের’ এক ধাক্কায় ডুবে গেল ‘মর্নিং বার্ড’ লঞ্চটি।

৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, ৯টা ১২মিনিটে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ঘাট থেকে পেছন দিকে (ব্যাকে) যাচ্ছিল ময়ূর-২। এ সময় পেছনে থাকা মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে আসা যাত্রীবোঝাই ‘মর্নিং বার্ড’ এর ওপর উঠে যায় দৈত্যাকার ময়ূর-২। মুহূর্তেই তলিয়ে যায় লঞ্চটি।

বিআইডব্লিউটিএ- এর যুগ্মপরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) একেএম আরিফ উদ্দিন জানান, সিসি ক্যামেরার দুর্ঘটনার বিষয়টি ধরা পরেছে। তদন্ত টিম অবশ্যই তদন্তে এই ফুটেজ কাজে লাগাতে পারবেন।

দুর্ঘটনার ফুটেজটি দেখুন –

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ